করোনা ভাইরাস এর স্বীকার হলেন Sumon Ahmed নির্বাচন কমিশনার এর ইসি।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবিএম সুমন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টাই শহিদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নির্বাচন কমিশনের উপ-সচিব রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, এর আগে করোনায় ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আটজন মারা গেছেন। এ পর্যন্ত ইসির দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
2022-01-26 13:42:46 -0500